প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। বিশেষ পরিস্থিতির এ নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি নাসির উদ্দিন।
সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ’ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।
সিইসি বলেন, “আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। অনেক চ্যালেঞ্জ দৃশ্যমান, আবার অনেক চ্যালেঞ্জ অদৃশ্য থাকে।”
তিনি আরও বলেন, সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের শপথ করতে বলেন। কর্মকর্তারা হাত তুলে শপথগ্রহণ করেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছি। নির্বাচনী ব্যবস্থার ভেঙে পড়া এবং পচা নির্বাচনই জুলাই অভ্যুত্থানের মূল কারণ। এখন আমরা আর কখনো পচা নির্বাচন করব না।”
তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না। অনিয়ম করলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে, নির্বাচন কমিশন দায় নেবে না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মন্তব্য করার জন্য লগইন করুন!