নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাইফেলস ক্লাবে চালানো হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় লুট হওয়া চারটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হাজীগঞ্জ খেয়াঘাটসংলগ্ন গণশৌচাগারের সামনে দুটি বস্তার ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন গণশৌচাগারের সামনে দুটি পরিত্যক্ত বস্তা দেখতে পান। তারা বস্তাগুলো খুলে সেখানে অস্ত্র দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে র্যাব-১১-কে খবর দেন। র্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুটি এয়ার রাইফেল এবং দুটি পয়েন্ট টুটু বোরের পিস্তল উদ্ধার করে।
অস্ত্র উদ্ধারের খবর পেয়ে রাইফেলস ক্লাবের শুটিং সম্পাদক ইমরুল কায়েস ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো শনাক্ত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা রাইফেলস ক্লাব থেকে তাঁদের সব অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। বর্তমানে উদ্ধারকৃত অস্ত্রগুলো র্যাবের হেফাজতে রয়েছে এবং খোয়া যাওয়া অস্ত্র ও গুলির তালিকা র্যাবের কাছে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে নিয়মিত বসতেন। তিনি সেখানে দলীয় সভাসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হায়দার শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত এবং তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
লগইন
ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!