চলতি বছর বাংলাদেশে প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি নরসিংদীতে। গত ৯ জানুয়ারি তাঁর শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়। তবে জানা গেছে, তিনি এইচএমপিভি ছাড়াও ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রমণে আক্রান্ত হয়েছেন, যা তাঁর শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানিয়েছে, দেশে এইচএমপিভি প্রথম শনাক্ত হয় ২০১৭ সালে। ভাইরাসটি গত বছরও দুজনের শরীরে পাওয়া গিয়েছিল।
এইচএমপিভি আক্রান্ত হলে সাধারণত জ্বর, সর্দি, কাশি, নাক বন্ধ হওয়া এবং শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এটি সাধারণ জ্বরের মতো হলেও শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাঁরা ক্যানসার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে। বিশেষত, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
আইইডিসিআরের বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসটি দেশে দীর্ঘদিন ধরে ছিল এবং এখনো রয়েছে। সংক্রমণ এড়াতে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!