রাজধানীর নিউমার্কেটের ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সূত্রপাত বেলা সাড়ে এগারোটার দিকে।
সংঘর্ষের শুরুতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে তারা মারধর ও বাস ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ঢাকা কলেজ থেকে একজন শিক্ষার্থী আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনা নিয়ে বসেছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল সে এখন আমার অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।
সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদার উদ্দিন আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে আসছে। ঘটনাস্থলে পুলিশ ছিল। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের কারণ এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এছাড়াও, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও এ ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
সংঘর্ষের ফলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। এছাড়াও, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীরা আহত হওয়ার ঝুঁকি রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!