জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় আসলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টুর্কের এই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধানসহ অন্তত ৬-৭ জন উপদেষ্টা, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠক হবে। এসব বৈঠকে অগ্রাধিকার পাবে নির্বাচন, মানবাধিকার এবং নিরাপত্তা ইস্যু।
কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতিসংঘের মানবাধিকার প্রধানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানবাধিকার, নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারের বিষয়ে জাতিসংঘের সহযোগিতার প্রস্তাব নিয়ে আসছেন তিনি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইতোমধ্যে মানবাধিকার পরিস্থিতি তদন্তে নেমেছে এবং এ সফরে আলোচনা হবে কীভাবে জাতিসংঘ আরও সহযোগিতা করতে পারে।
মন্তব্য করার জন্য লগইন করুন!