চুয়াডাঙ্গায় জন্ম তারিখ সংশোধন করে ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবিতে পেশাজীবী গাড়ি চালকরা আবারও মানববন্ধন করেছেন। দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্মার্ট কার্ডধারীদের লাইসেন্স নবায়ন কার্যক্রম সচল হলেও নন-স্মার্ট কার্ডধারীদের ক্ষেত্রে এটি এখনো বন্ধ রয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে বীর মুক্তিযোদ্ধা, কয়েক জেলার শতাধিক গাড়ি চালক ও তাদের স্বজন এ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্রের সাথে জন্ম তারিখের অমিলের কারণে দীর্ঘদিন ধরে পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন বন্ধ ছিল। এই দাবি আদায়ের জন্য চুয়াডাঙ্গায় দুই দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিষয়টি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হলে রাষ্ট্রপতির দপ্তর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে চালকদের তালিকা সংগ্রহ করা হয়। এর ফলে স্মার্ট কার্ডধারী চালকদের লাইসেন্স নবায়ন কাজে গতি এলেও নন-স্মার্ট কার্ডধারীদের ক্ষেত্রে এটি এখনো স্থবির।
বক্তারা আরও বলেন, এসব নন-স্মার্ট কার্ডধারী চালকদের লাইসেন্স নবায়নে কোথায় সমস্যা তা তাদের বোধগম্য হচ্ছে না। কারণ, এসব চালকদের বিআরটিএ সদর কার্যালয়ে অনুমোদন আছে এবং তারা ফিঙ্গারপ্রিন্টও দিয়েছেন। কিন্তু জন্ম তারিখের অমিলের কারণে দুই বছর পেরিয়ে গেলেও তাদের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। বক্তারা এসব চালকের সমস্যা দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
বর্তমান অবস্থায় নন-স্মার্ট কার্ডধারী চালকরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। দ্রুত তাদের সমস্যার সমাধান না হলে তাদেরকে পরিবার নিয়ে পথে বসতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম জেনারেল, রিপন মন্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম, মিল্টু জোয়র্দ্দার প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!