চাঁদপুর-৪ ফরিদগঞ্জের বিখ্যাত শিল্পপতি, সাবেক এমপি এবং সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ ও ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী ড. শামছুল হক ভূঁইয়া আমাদের মধ্যে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মরহুমের ভাগিনা ও ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান।
তিনি তার পিছনে তার স্ত্রী, বিশিষ্ট চিকিৎসক ডা. আনোয়ারা হক, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এই নির্বাচনে তিনি নৌকা প্রতীকের মুহম্মদ সফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে পরাজিত হন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ড. শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!