BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সানকে বিশ্ববিদ্যালয়ের সামনে আটক করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় তাকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আটক করে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে।জানা যায়, আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড়ঘন্টা ধরে আটকিয়ে রাখেন তারা। পরে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে তার সহপাঠী পরিচয়ধারীরা । তবে শিক্ষার্থীদের অভিযোগ, তারা সহপাঠী না, বিগত সময়ে তাদের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকতে দেখা গিয়েছে।