ভোলা বার্ন ডিজাইনের রোস্ট মাদ্রাজ অ্যাসোসিয়েশনের মিয়াজানপুরে লেকে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মিয়াজানপুর শহরের মোঃ স্বপনের ছেলে জুনায়েদ (বয়স 10) এবং স্বপনের ভাই হারুনের ছেলে আরাফাত (বয়স 9) মিয়াজানপুর দরূদ তাকওয়া কওমি মাদ্রাসার ছাত্র ছিল।
পৃথক বাড়িতে থাকা দুই ছেলেই বুধবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে লেকে ধুতে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের লেকে ডুবে থাকতে দেখেন। তাদের উদ্ধারের চেষ্টা করা হলেও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লগইন
Panite Dube Mrritu
মন্তব্য করার জন্য লগইন করুন!