এস এম পারভেজঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে মা ইলিশ রক্ষায় ২০২৩ ইং, মঙ্গলবার সকল ১০ ঘটিকায় ২২ দিন মাছধরা বন্ধে, প্রতি জেলেকে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন ৬নং চর ভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুফ জুবায়ের শিমুল চোকদার জেলেদের উদ্দেশ্যে বলেন, সরকার ২২ দিনের মা ইলিশ ধরা ক্রয় বিক্রয় এবং মজুদ করা নিষেধাজ্ঞা জারি করেছেন, তাই আপনাদের প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দিয়েছে, এই ২২ দিনে কেউ নদীতে মাছ ধরতে নামবেন না।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, মোঃ মাহবুবুর রসিদ। ইউপি সদস্য মোঃ পারভেজ হাওলাদার, ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন। ইউপি সচিব মোঃ জসিম উদ্দিন, হিসাব সহকারী রিয়াদ পাটোয়ারী, ডিজিটাল সেন্টার পরিচালক মোঃ সাকিব হোসেন এবং সহকারী মোঃ জাহিদ হাসান, গ্রাম পুলিশ ও ২/৩/ ও ৪নং ওয়ার্ডের জেলেরা উপস্থিত ছিলেন।
২/৩/ ও৪নং ওয়ার্ডের চাল দেওয়া হয় আমতলী অস্থায়ী ইউপি কার্যালয়ে এছাড়া বাকি ওয়ার্ডের চাল জেলেদের সুবিধার্থে, ১ নং ওয়ার্ডের চাল হাইমচর নতুন বাজারে এবং, ৫/৬/৭/৮/ও ৯নং ওয়ার্ডের চাল দেওয়া হবে চরভৈরবী ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয়ে।
মন্তব্য করার জন্য লগইন করুন!