আজ সোমবার (১৩ মে) সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম শের আলী খান (৪৫)। তিনি গোপালগঞ্জ জেলার মিরপুর-২ রূপনগর এলাকার বাসিন্দা।
নড়াইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকা থেকে আসা একটি প্রাইভেটকারের এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা শের আলী খান মারা যান। এছাড়াও, দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেটকার চালক মো. সোহেল (৩৫) ও বাস যাত্রী হাফিজুর রহমান (৪০)।
প্রাথমিকভাবে আহতদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের গুরুতর অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবু সাঈদ মো. খায়রুল আনাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লগইন
গোপালগঞ্জ বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত-১, আহত-২
মন্তব্য করার জন্য লগইন করুন!