বরগুনার পাথরঘাটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আপন তিন ভাই নিহত হয়েছেন। বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা প্রাণ হারান।
শনিবার (২৯ মার্চ) দুপুরে পাথরঘাটার প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাই নতুন ঈদের পোশাক পরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত তিন ভাইয়ের আগেও আরেক ভাই পানিতে ডুবে মারা যান। কয়েক দিনের ব্যবধানে পুরো পরিবারের চার সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস।
স্থানীয়রা জানান, নিহতদের পরিবারের এখন আর কোনো ছেলে নেই। ঈদের আগে এমন নির্মম দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!