সাতক্ষীরা জেলার সদর উপজেলার বিনেরপোতায় মাটিবাহী একটি ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আবদুর রহমান কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক আজিজুর রহমান গাজী (২৮)। তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামে হলেও, সাতক্ষীরার মাধককাটি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। অন্য দুইজন নিহত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) এবং সুজন সাহা গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুস সেলিম (৩৫)।
আজিজুর রহমানের শাশুড়ি সখিনা খাতুন জানান, তাঁর জামাতা দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আজ সকাল সাড়ে পাঁচটার দিকে তিনি দুই যাত্রীকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে তালা উপজেলায় যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় আবদুর রহমান কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মীর মাহফুজ জানান, সকাল সোয়া ছয়টার দিকে আবদুস সেলিমের মরদেহ হাসপাতাল আনা হয় এবং সকাল সাড়ে আটটার দিকে অন্য দুটি মরদেহও আনা হয়।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ফায়ার সার্ভিস এবং পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মরদেহগুলোর ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।
এ দুর্ঘটনায় স্থানীয় জনগণসহ পুলিশ প্রশাসন শোকাহত, এবং এই মর্মান্তিক ঘটনা আবারও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!