মোঃ মাসুম পারভেজ।।
কঠিনভাবে খেটে খাওয়া অবহেলিত জনগোষ্ঠীর একটি সাধারণ সমিতির নির্বাচনে অসাধারণ নজীর সৃষ্টি করে দিয়েছে চাঁদপুরে ত্রি-নদীর মোহনায় স্ট্রিল বোডি নৌযান সমবায় সমিতি।
দীর্ঘদিনের পাতানো নির্বাচন দেখতে দেখতে আসল নির্বাচন এ জাতি ভুলতে বসেছে। সত্যি কারের নির্বাচনের এটি একটি জলন্ত উদাহরণ। পাঠক হয়তো হতবাক ও হতচৌকিত। হ্যাঁ এটি শুধু মাঝি মাল্লাদের একটি সুশৃংখল নির্বাচন। কিছু সামাজিক ও সচেতন লোকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন।
এ নির্বাচনে কারো মাথা ফাটেনি, হয়নি কেউ রক্তাক্ত জখম , ছিল না ধাওয়া-পাল্টা ধাওয়া, ঘটেনি আইন-শৃঙ্খলার কোন অবনতি। রাষ্ট্রযন্ত্রসহ গণতন্ত্র চর্চাকারীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সদিচ্ছা থাকলে সঠিকভাবে গণতন্ত্র চর্চা করা যায়।
প্রিয় পাঠক বলছিলাম ইলিশের বাড়ি চাঁদপুরের অত্যাশ্চর্য ও ভয়ংকর ত্রি মোহনার পানির গভীর ঘূর্ণন এলাকার স্ট্রিল বডি নৌযান সমবায় সমিতির নির্বাচনের কথা।
ইলিশের বাড়ি চাঁদপুরে ত্রি নদীর মোহনায় স্ট্রিল বোডি নৌযান সমবায় সমিতির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর সোমবার চাঁদপুরের ত্রী-নদীর মোহনায় স্ট্রীল বোডি নৌযান সমবায় সমিতির নির্বাচন ২০২৪ বেলা ১০ টা থেকে ২ টা পর্যন্ত বড় স্টেশন জাকের পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ৮২ জনের মধ্যে ৭৮ জন নির্ধারিত সময়ে তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
ফলাফলে মোঃ রহিম মোল্লা ছাতা প্রতিকে নির্বাচনে অংশ নিয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তিনি ৪১ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদন্দী জান শরীফ মোল্লা চেয়ার প্রতিক নিয়ে পান ৩৫ টি ভোট!
সহ সভাপতি নির্বাচিত হন আনোয়ার হোসেন গাজী। তিনি ডালিম মার্কা নিয়ে ৩৬ টি ভোট পেয়ে নির্বাচিত হন।অপরদিকে সাধারণ সম্পাদক নির্বাচনে ছিল হাড্ডাহাড্ডি লড়াই! ৩ প্রার্থীর লড়াইয়ে ২ জন প্রার্থী যথাক্রমে জাকির বেপারী আনারস প্রতিকে ও স্বপন বেপারী ইলিশ মাছ প্রতিক নিয়ে প্রায় সমান সমান সংখ্যক ভোট পেয়ে লড়াই জমিয়ে ফেলেন!
তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ২৮ এবং ২৯! অসম্ভব নাটকীয়তা শেষে ইলিশ মাছ প্রতিকে মাত্র ১ টি ভোট বেশি পেয়ে ২৯ টি ভোটেই চাঁদপুরে মেঘনা তীরবর্তী অবস্থিত সংগঠন মোহনা স্ট্রীল বডি সমবায় সমিতি ২০২৪ এর নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন স্বপন বেপারী।
সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছুপ্পুর দেওয়ান, প্রাপ্ত ভোট ছিল ৪২ টি, তিনি দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
সকাল ১০.৩০ মিনিটে ভোট শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। উৎসব মূখর পরিবেশে সর্বোচ্চ ৮২ টির মধ্যে ৭৮ টি ভোট গ্রহণ করা হয়। যার মধ্যে ২ টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়।
নব নির্বাচিত কার্যকরী কমিটি আগামী ৩ বছর অর্থাৎ ২৫/১১/২০২৭ পর্যন্ত তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।
এসময় ভোট সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ তসলিম বেপারী।
কার্যকরী ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,
শাহনূর বেপারী (শানূ),সালাউদ্দিন সেলিম,তসলীমবেপারী,জিয়া প্রাধানীয়া,কালাম গাজী,মোঃ হোসেন চৌকিদার, মোঃ হানিফ বেপারী,খোকন পাটওয়ারী, মোহাম্মদ হোসেন মৈশামোঃ চুন্নু দেওয়ান, মোঃশাহজাহান বেপারী, মোঃ রফিক হাওলাদার মোঃশামছুল আলম সূর্য, মোঃ কবির সরকার প্রমূখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!