নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। এর প্রভাব থেকে রেহাই পায়নি বাংলাদেশও। চলতি বছরের শুরুতে ঢাকার বাতাস তুলনামূলকভাবে মাঝারি পর্যায়ে থাকলেও আজ সকালে আবারও রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৬৩। যা ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ে।
তালিকায় আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর (স্কোর ১৮৬)। দ্বিতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (স্কোর ১৮০), তৃতীয় স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৬৫)। এরপরই চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ, গর্ভবতী নারী ও শ্বাসকষ্টজনিত রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান বলছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। প্রধানত স্ট্রোক, হৃদ্রোগ, ফুসফুসের ক্যান্সার, শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে এসব মৃত্যু ঘটে থাকে।
বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে না এলে রাজধানীসহ দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!