আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৫ নগরীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। আইকিউএয়ার মানসূচকে সকাল ৮টায় ঢাকার বায়ুর মান ছিল ২১৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
গত কয়েকদিন ধরে ঢাকার বায়ুর মান ক্রমাগত অবনতি হচ্ছে। রোববার ঢাকার বায়ুর মান ৪৫২-এ পৌঁছেছিল, যা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত। এমনকি গুলশানের কিছু এলাকায় স্কোর ছিল ৭০০-এর ওপরে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বায়ুদূষণ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর মাত্রা আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের চেয়ে ২৮ গুণ বেশি।
অন্যদিকে, দেশের অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে রাজশাহীর বায়ুর মান ১৭৫, খুলনার ১৬৬ এবং চট্টগ্রামের ৯৬।
বায়ুদূষণ রোধে সতর্কবার্তা:
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, ঢাকাবাসীদের ঘরের বাইরে মাস্ক পরিধান, ব্যায়াম এড়িয়ে চলা, এবং জানালা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, যদি কোনো এলাকায় পরপর ৩ দিন ৩ ঘণ্টার বেশি সময় ধরে বায়ুর মান ৩০০-এর ওপরে থাকে, তবে সেখানে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।
পরিসংখ্যান ও গবেষণা:
ক্যাপসের এক গবেষণায় দেখা গেছে, গত বছরের ডিসেম্বরে ঢাকার বায়ুর গড় মান ছিল ২৮৮, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালের ডিসেম্বরে বায়ুদূষণের পরিমাণ ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজকের দিনে বায়ুদূষণে প্রথম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২৫৯ স্কোর)। ঢাকার বিভিন্ন দূষিত স্থানের মধ্যে গুলশান-২, কল্যাণপুর এবং মার্কিন দূতাবাস এলাকার স্কোর ২৮৫-এর কাছাকাছি।
সতর্কতা ও করণীয়:
বায়ুদূষণের বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে নগরবাসীদের আরও সচেতন হওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!