দেশে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে অস্ট্রেলিয়ান ফিনটেক কোম্পানি কুইকসেন্ড–এর সঙ্গে অংশীদারত্বে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক। এর ফলে অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা এখন ঘরে বসেই অ্যাপ ব্যবহার করে সরাসরি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠাতে পারবেন।
রবিবার (২০ এপ্রিল) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মো. শাহীন ইকবাল, সিএফএ এবং কুইকসেন্ডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আবু সুফিয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
কুইকসেন্ড (টেকওয়েস্ট প্রোপ্রাইটারি লিমিটেডের ব্র্যান্ড নাম) অস্ট্রেলিয়ান নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রাক–এর অধীনে পরিচালিত একটি আধুনিক মানি ট্রান্সফার স্টার্টআপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীরা তাঁদের প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে পারবেন রিয়েল-টাইমে, সম্পূর্ণ সুরক্ষিত ও ইউজার-ফ্রেন্ডলি পদ্ধতিতে।
মো. শাহীন ইকবাল জানান, “ডিজিটাল রেমিট্যান্স সেবা আরও সহজ, সাশ্রয়ী এবং দ্রুত করতে কুইকসেন্ডের সঙ্গে আমাদের এই চুক্তি। আমরা চাই প্রবাসীরা সহজেই তাঁদের উপার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে পারেন এবং সুবিধাভোগীরা দ্রুত তা গ্রহণ করতে পারেন।”
এখন থেকে ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকেও রেমিট্যান্স গ্রহণের সুযোগ থাকবে গ্রাহকদের জন্য।
এই অংশীদারিত্ব ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স আহরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে আরও বেগবান করবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!