প্রায় ৯ মাসের লড়াইয়ের অবসান, টানা চতুর্থবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। শেষ রাউন্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে সিটিজেনরা।
শিরোপা প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে শেষ ম্যাচে মাঠে নেমেছিল সিটি। ফিল ফোডেনের দুর্দান্ত জোড়া গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়ে লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে গার্দিওয়ালার দল।
৩৮ ম্যাচে ২৮ জয় ও ৭ ড্র তুলে ৯১ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেছে সিটি। রানার্সআপ আর্সেনালের পয়েন্ট ৮৯, তারা ২৮ ম্যাচে জিতেছে ২৫টি এবং ড্র করেছে ৫টি।
গত মৌসুমেও মিকেল Arteta-র অধীনে শিরোপা জয়ের সম্ভাবনা দেখিয়েছিল আর্সেনাল। দীর্ঘ সময় ধরে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও শেষ দিকে চাপের মুখে ভেঙে পড়েছিল তারা। এবারও লড়াইটা টেনে নিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে হাতছাড়া হয়ে গেছে শিরোপা।
২০০৩-০৪ মৌসুমের পর আর কোনো লিগ শিরোপা জিততে পারেনি আর্সেনাল। এই হতাশার অপেক্ষা আরও দীর্ঘ হয়ে গেল তাদের জন্য।
মন্তব্য করার জন্য লগইন করুন!