ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডে বড় অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছে ইংলিশ ফুটবলের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে টটেনহ্যামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে গার্দিওলার শিষ্যদের। একই রাতে নিজেদের ম্যাচে হোঁচট খেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে চলতি মৌসুমে শক্তিশালী পারফরম্যান্স দেখানো অ্যাস্টন ভিলা ও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা চেলসি।
টটেনহ্যামের কাছে হারের কারণ হিসেবে মাঠে ছিলেন না ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, এদেরসন এবং কেভিন ডি ব্রুইনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ম্যাচের শুরুতে টিমো ভের্নারের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম, আর মিডফিল্ডার পেপে মাতার-সার করেন দ্বিতীয় গোল। সিটি ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত টটেনহ্যামের রক্ষণ ভেদ করতে পারেনি। এ হারে টানা দ্বিতীয় মৌসুমে কোয়ার্টারে ওঠা হলো না গার্দিওলার দলের।
অন্যদিকে, নিউক্যাসল ইউনাইটেডের মাঠে চেলসি ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের দর্শকদের হতাশ করল। নিউক্যাসলের আলেকজান্ডার ইসাক ও আক্সেল দিসাসির আত্মঘাতী গোলে পেছিয়ে পড়ার পর পুরো ম্যাচে প্রাধান্য দেখালেও গোলের দেখা পায়নি চেলসি।
এদিকে, অ্যাস্টন ভিলাও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেয়। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ভিলা সমতায় ফিরেছিল, তবে প্যালেসের দাইচি কামাদার দ্বিতীয়ার্ধে করা গোলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
তবে, শক্তিশালী জয় তুলে কোয়ার্টারে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে লেস্টার সিটিকে ৫-২ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। ক্যাসেমিরো ও ব্রুনো ফের্নান্দেসের জোড়া গোলে ভর করেই কোয়ার্টারে ওঠে রুড ভ্যান নিস্টরলের দল।
অন্যদিকে, লিভারপুল শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে ব্রাইটনকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয়ার্ধে হওয়া এই ম্যাচের সব গোলগুলোই ছিল লিভারপুলের আধিপত্যের প্রমাণ।
এছাড়াও, প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে আরেকটি জয়ের কাহিনি লিখেছে আর্সেনাল, ৩-০ গোলে এগিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে আর্তেতার দলটি।
মন্তব্য করার জন্য লগইন করুন!