ম্যানচেস্টার সিটির বিপক্ষে টাইব্রেকারে জয় তুলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচটি ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও গোল হয়নি। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়ী হয় রিয়াল।
প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি ৩-৩ ড্র হয়েছিল। ফলে, সামগ্রিকভাবে রিয়াল ৭-৬ গোলে এগিয়ে।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। মাত্র 9 মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যায় সিটি। তবে 60 মিনিটে ফেডেরিকো ভালভার্দে গোল করে রিয়ালকে সমতায় ফেরেন।
ম্যাচের বেশিরভাগ সময় সিটি আক্রমণে ছিল। রিয়ালের রক্ষণ ভেদ করতে গিয়েও ব্যর্থ হতে হয় তাদের। টাইব্রেকারে রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি বের্নার্দো সিলভা ও মাতেও কোভাচিচের শট বাঁচিয়েছেন। সিটির গোলকিপার এডারসন আটকাতে পেরেছেন শুধু লুকা মদরিচের শট।
গত বছর সেমিফাইনালে রিয়ালের কাছে হেরেছিল সিটি। এবার রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। অপর সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।
মন্তব্য করার জন্য লগইন করুন!