সৌদি আরবের কিংস কাপের কোয়ার্টার ফাইনালে, আল-নাসর তাদের প্রতিদ্বন্দ্বী আল-শাবাবকে ৫-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে।
এই জয়ের নেপথ্যে ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি ম্যাচের প্রথমার্ধে একটি গোল করেন এবং দ্বিতীয়ার্ধে একটি অ্যাসিস্ট করেন। এই গোলটি ছিল রোনাল্ডোর ২০২৩ সালের ৫০তম গোল।
ম্যাচের শুরু থেকেই আল-নাসর আক্রমণাত্মক খেলে। ২৫ মিনিটে রোনাল্ডোর গোলে তারা এগিয়ে যায়। এরপর ৪০ মিনিটে আরেকটি গোল করে তারা এগিয়ে যায় ২-০। দ্বিতীয়ার্ধে আল-নাসর আরও এক গোল করে তাদের লিড বাড়ায়। ৬০ মিনিটে আল-শাবাব একটি গোল করে তাদের ব্যবধান কমায়।
কিন্তু এরপরই রোনাল্ডোর অ্যাসিস্টে আল-নাসর আরেকটি গোল করে তাদের ব্যবধান বাড়ায়। ৮৫ মিনিটে আল-শাবাব একটি গোল করে তাদের ব্যবধান কমায়। কিন্তু এরপর আর কোন গোল হয়নি।
এই জয়ের ফলে আল-নাসর কিংস কাপের সেমিফাইনালে পৌঁছেছে। তাদের পরবর্তী প্রতিপক্ষ হবে আল-হিলাল বা আল-ইতিহাদ।
লগইন
রোনাল্ডোর ২০২৩শে অর্ধশতক: ৫০তম গোলে আল-নাসরকে কিংস কাপের সেমিফাইনালে
মন্তব্য করার জন্য লগইন করুন!