চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ। এখানে উইকেট এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে, ব্যাটিং করতে কোনো সমস্যা হচ্ছে না।
টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম, যা দ্রুত প্রমাণিত হয়।
প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য ছিল মার্করামের উইকেট। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ৬৯ রান তুলে ফেলেছে। ষোড়শ ওভার থেকেই বাংলাদেশের স্পিনাররা আক্রমণে আসলেও তাদের সফলতা ছিল অল্প। মার্করামের ৩৩ রানের আউট হওয়ার পরও জুটি আরও বড় হতে পারতো, যদি না তিনি আলগা শট খেলতেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে কেবল হাসান মাহমুদ কিছুটা অস্বস্তিতে ফেলতে পেরেছেন ডি জর্জিকে, তবে উইকেট নিতে পারেননি। অন্য স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ প্রথম সেশনে তেমন প্রভাব ফেলতে পারেননি।
দক্ষিণ আফ্রিকা প্রথম সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে। অপরাজিত ওপেনার ডি জর্জি ৪৯ রানে এবং তার সঙ্গী ট্রিস্টান স্টাবস ২৩ রানে ব্যাট করছেন। চট্টগ্রামে দেখা যাচ্ছে রান উৎসবের প্রত্যাশা, এখন দেখার বিষয়, বাংলাদেশ দলের ব্যাটাররা কি তাদের সাফল্য ধরে রাখতে পারবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!