মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় টাইগাররা, যা মিরপুরে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন টেস্ট স্কোর। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরেই ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে টেস্টের প্রথম ইনিংসে মিরপুরে এটিই বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকার বোলাররা গোটা ম্যাচে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রেখেছে। কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং কেশব মহারাজ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া ডেন পিট একটি উইকেট তুলে নেন।
বাংলাদেশের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান করেন সর্বোচ্চ ৩০ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তাইজুল ইসলাম, যিনি ১৬ রান করেন।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ২১ রানেই সাজঘরে ফিরে যান সাদমান ইসলাম, মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। প্রোটিয়া পেসারদের তোপে দলটি ৪৫ রানের মধ্যেই হারায় ৫ উইকেট। রাবাদা নিজের ৩০০তম টেস্ট উইকেট শিকার করে মুশফিকুর রহিম এবং লিটন দাসকে ফেরান।
স্পিনার কেশব মহারাজও দারুণ বোলিং করে মিরাজকে আউট করেন। তবে শেষ দিকে তাইজুল ইসলাম এবং নাঈম হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, তারা মিলে ২৬ রানের নবম উইকেট জুটি গড়েন।
১০০ রান পার করার পর নাঈম ৮ রানে আউট হন এবং বাংলাদেশ ১০৬ রানেই অলআউট হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!