টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উত্তেজনাপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোসের কেনিংসটন ওভালে শনিবার খেলা ম্যাচে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৯ উইকেট হারায়।
প্রথমে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা ছিল খারাপ। দ্বিতীয় ওভারেই মাত্র ২ রানে ফেরেন স্টিভেন টেইলর। এরপর নিয়মিত উইকেট পতনের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ওপেনার আন্দ্রিস গাউস ১৬ বলে ২৯ রান করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। নিতিশ কুমার ১৯ বলে ২০ রান করলেও অন্যরা তেমন ভূমিকা রাখতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ ছিল দারুন। আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ নিয়েছেন তিনটি করে উইকেট। এ ছাড়া জোশেফ দুটি উইকেট পেয়েছেন।
১২৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র এক উইকেট হারিয়ে জয় পায়। ওপেনার জনসন ১৪ বলে ১৫ রানে আউট হলেও আরেক ওপেনার শাই হোপ ছিলেন মারমুখী। তার ৩৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে সহজেই জয় পায় ক্যারিবীয়রা। এ ছাড়া নিকোলাস পুরান ১২ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।
এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সেমিফাইনালে উঠার জন্য আরও একটি ম্যাচে জয়ের প্রয়োজন।
লগইন
ইন্টারনেট থেকে সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!