চলতি আইপিএলে যেন ছক্কার রাজত্ব করছেন ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে তাঁর রান ৭৫, ৭০, ৪৪, ১২ ও সর্বশেষ ৮৭—যেখানে মারিয়েছেন মোট ২৪টি ছক্কা, যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। শুধু তাই নয়, ২৮৮ রান করে তিনি বর্তমানে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও।
পুরানের স্ট্রাইক রেটও রীতিমতো চোখ ধাঁধানো—২২৫, যা কমপক্ষে ১০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সেরা। চারও মেরেছেন ২৫টি। পুরানের এই আগ্রাসী ব্যাটিংই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হয়ে উঠেছে। পাঁচ ম্যাচে তিনটি জয় তুলে নিয়েছে দলটি।

পুরানের ঝড় শুরু হয়েছিল দিল্লির বিপক্ষে ৩০ বলে ৭৫ রানের ইনিংস দিয়ে, যেখানে মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেছিলেন তিনি। এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৮ বলে আরেকটি ফিফটি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন আইপিএলে নিজের ক্যারিয়ার–সেরা ৮৭ রানের ইনিংস, মাত্র ২১ বলে ফিফটি।
এই ইনিংসে ছক্কায় সাজিয়েছেন হর্ষিত রানা, রাসেল, নারাইন কিংবা বরুণ চক্রবর্তীর মতো বোলারদের বিরুদ্ধে। ম্যাচটিতে মাত্র ৪ রানে জয় তুলে নিয়েছে লক্ষ্ণৌ।
পুরান শুধু এই মৌসুমেই নয়, ২০২৩ সালেও ছক্কার বৃষ্টিতে টি-টোয়েন্টি মাতিয়েছেন। পুরো বছরজুড়ে ছক্কা মেরেছিলেন ১৭০টি—টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। চলতি ২০২৪ সালেও তিনি এখন পর্যন্ত ৪১টি ছক্কা মেরেছেন, যা বিশ্বে সর্বোচ্চ।
যদি চলতি বছরও তিনি ১০০ ছক্কার ঘর অতিক্রম করেন, তাহলে ক্রিস গেইলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিক বছরে ১০০ ছক্কার কীর্তি গড়বেন পুরান।
এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কার কীর্তি যার যার:
ক্রিস গেইল: ৬ বার
আন্দ্রে রাসেল: ১ বার (২০১৯)
হাইনরিখ ক্লাসেন: ২০২৩ সালে ১০৫টি
নিকোলাস পুরান: ২০২৩ সালে ১৭০টি
ক্রিস গেইল যেভাবে ছক্কা দিয়ে টি-টোয়েন্টিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনভাবেই হয়তো পুরান এখন সেই উত্তরসূরি হবার পথে।
মন্তব্য করার জন্য লগইন করুন!