ঢাকা, মঙ্গলবার (১২ নভেম্বর): মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ট্রাম্পের এ জয় বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে, এমনকি রাশিয়া-ইউক্রেন সংঘাতেও এর ছাপ পড়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে ইংলিশ চ্যানেলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রণতরী নিয়ে মহড়া চালিয়েছে রাশিয়া, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, রুশ নৌবাহিনীর ফ্রিগেট অ্যাডমিরাল গোলভকো, যা জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত, সম্প্রতি ইংলিশ চ্যানেলে মহড়া দিয়েছে এবং আটলান্টিক মহাসাগরে আরও বড় মহড়ার প্রস্তুতি নিচ্ছে। মহড়ায় জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কাউন্টার ড্রিল এবং প্রতীকী সেনাদের ওপর ড্রোন হামলার অনুশীলন চালানো হয়।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, ফ্রিগেটটি রাশিয়ার নর্দার্ন ফ্লিটের নতুন সংযোজন এবং এটি ২০২৩ সালের ডিসেম্বরে বহরে যুক্ত হয়েছে। এটি প্রথমবারের মতো বহুমুখী মহড়ায় অংশ নিচ্ছে। গত ২ নভেম্বর জাহাজটি রাশিয়ার উত্তরাঞ্চলের মূল ঘাঁটি থেকে যাত্রা করে।
রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছিলেন, অ্যাডমিরাল গোলভকো জিরকন ক্ষেপণাস্ত্র নিয়ে তৈরি যা ৯০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এর ফলে শত্রুপক্ষের জন্য এটি প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে ওঠে।
উল্লেখ্য, ২০২০ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পারমাণবিক শক্তি বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে জিরকন ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও সরবরাহ শুরু করা হয়, যা রাশিয়ার সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!