BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬০ আউলিয়ার সাথী হযরত শাহরাস্তি বোগদাদী (রঃ) মাজার শরীফের ৬৮ তম ওরশ মোবারক উদযাপিত হচ্ছে।ওরশের আয়োজন:স্থান: শাহরাস্তী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ও ৬০ একরের বেশি সংলগ্ন এলাকাতারিখ: ৮ই ফেব্রুয়ারী, বৃহস্পতিবারকার্যক্রম:মাহফিল-এ-মোবারক, ইসলামী বক্তৃতা, ওয়াজ মাহফিল, গান ও কবিতা আবৃত্তি,মিলাদ মাহফিল, খানকাহ ও লঙ্গরদেশ-বিদেশ থেকে ভক্তদের সমাগম,৭/৮ হাজার মানুষের সমাগমের আশা, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তমের নেতৃত্বে ৩৬ সদস্যের উপদেষ্টা কমিটি ,৩২ সদস্যের ওরশ মাহফিল পরিচালনা কমিটি ,খাদেম পরিবার, মাজার তহবিল, বক্তবৃন্দ ও স্থানীয় জনগণের সহযোগিতাহযরত শাহরাস্তি বোগদাদী (রঃ) সম্পর্কে:ইরাকের বাগদাদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আসেন, হযরত শাহজালাল (রঃ)-এর সঙ্গী, ১২৩৮ সালে জন্মগ্রহণ করেন, ১৩৫১ সালে বাংলাদেশে আসেন, মেহার শ্রীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, ১৩৮৮ সালে মৃত্যুবরণ করেন, শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামে তার মাজার অবস্থিতধর্মীয় অনুষ্ঠান, সাধক পুরুষ হযরত রাস্তি শাহ (রঃ)-এর প্রতি শ্রদ্ধা নিবেদন, মুসলিমদের মিলনমেলা