BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মোঃ সাইদুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি।টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাগ লাইসেন্স ছাড়াই চলছে বেশিরভাগ ওষুধের দোকান।মির্জাপুর উপজেলায় হাটবাজার ও অলি গলিতে ওষুধের ফার্মেসি রয়েছে হাজার হাজার। এর মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে কিছু সংখ্যক ড্রাগ লাইসেন্স নিয়েছে। বিপুল পরিমাণ ফার্মেসি ওষুধ প্রশাসনের নজরদারির বাহিরে রয়েছে।সরজমিনে ঘুরে দেখা যায় বাশতৈলবাজার,ভাদগ্রাম,চামারী ফতেপুর, জার্মুকী, পাকুল্ল্যা গোড়াই,পাথরঘাটা,ওয়ার্শী বাজার, পৌরসভার কুমুদিনী হাসপাতাল রোড়,মির্জাপুর মসজিদ মার্কেট, বাইপাস গোড়াল রোড়,এলাকায় ফার্মাসিস্ট ও ড্রাগ লাইসেন্স ছাড়াই অহরহ ওষুধ বিক্রি করে যাচ্ছে। অধিকাংশ ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকায় অল্প শিক্ষিত লোক দিয়ে চলছে ব্যবসা। অনেক সময় চিকিৎসকের ব্যবস্থাপত্র না বুঝে ভুল ঔষুধ সরবরাহ করা হচ্ছে রোগীদের।