BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ষোলদানা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন ভূঁইয়া গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন ভূঁইয়া ১৯৪৮ সালের ১ জানুয়ারি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন।তার মৃত্যুতে চাঁদপুর জেলার মুক্তিযোদ্ধা পরিবারসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ষোলদানা সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ মাঠে আছরের নামাজ শেষে তার মরদেহে রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গণি, বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন ভূঁইয়া স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।