BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভ্রাম্যমাণ প্রতিনিধি | শরীয়তপুর | ২০ এপ্রিল ২০২৫শরীয়তপুর সদরের কীর্তিনাশা নদীর দুই পাড় ও নদীপথ গতকাল শুক্রবার রাতে পরিণত হয় রণক্ষেত্রে। ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে গুলি ও ককটেল ছুড়েও রক্ষা পেল না সন্দেহভাজন ডাকাত দল। স্থানীয়দের হাতে গণপিটুনিতে দুইজন মারা যান এবং আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৯টার দিকে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে বালুবাহী বাল্কহেডে ডাকাতি চালায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল। ঘটনাটি টের পেয়ে স্থানীয় নৌযান শ্রমিক ও এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে ডাকাতরা স্পিডবোটে করে পালাতে শুরু করে।