BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজধানী সানা: ইঙ্গো-মার্কিন সেনাদের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় প্রস্তুতি নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বিশাল মহড়া চালিয়েছে। রবিবার রাজধানী সানার অদূরে 'প্রতিশ্রুত দিবসের মহড়া' শীর্ষক এই সামরিক কসরৎ প্রদর্শন করা হয়।ইয়েমেনের বার্তা সংস্থা সাবার বরাত অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় সেনা কমান্ডের বিশেষ বাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ায় দেখানো হয় যে, শত্রু সেনারা প্যারাসুটের সাহায্যে ইয়েমেনের কিছু অঞ্চলে অবতরণ করে দেশটির কিছু সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এ সময় ইয়েমেনের সেনাবাহিনী তীব্র প্রতিরোধ গড়ে তুলে আগ্রাসী সেনাদের পরাস্ত করে।প্রায় এক হাজার সৈন্যের অংশগ্রহণে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর একটি চৌকস ইউনিট মহড়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখে। এ কাজে বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়।