BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈর শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কালিয়াকৈরে সকালে একটি জেলা ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। এর আগে চন্দ্রা এলাকার অপর একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে শ্রমিকরা। এছাড়া শফিপুর এলাকার তানহা হাসপাতাল নামের একটি প্রাইভেট হাসপাতাল ও কয়েকটি দোকানপাট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজসহ বিভিন্ন পেশায় কর্মরত মানুষ। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে বিজিবি মোতায়েন রয়েছে।জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলার হরিণহাটি, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্স ভাঙচুর করে তারা। পরে ওয়ালটন কোম্পানির সামনে ওয়ালটনের প্লাজায় হামলা চালিয়ে আগুন দেয় শ্রমিকরা। একইসময় প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকাপেও আগুন দেয় তারা।