BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বিয়ের দুই মাসের মাথায় জীবনের সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখলেন নির্মাতা আদনান আল রাজীব। ভালোবাসা দিবসে প্রেমিকা মেহজাবীন চৌধুরীর সঙ্গে ১৩ বছরের সম্পর্কের পূর্ণতা দিয়ে বিয়ের পর এবার কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এটি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত হওয়ার গৌরব অর্জন করল।আদনান জানান, “আমার মনে হচ্ছে, বউ আমার লাকি চার্ম! বিয়ের পরই ভাগ্য খুলে গেছে। প্রথম ভাগ্যটাই খুলল কান দিয়ে।” সদ্য বিবাহিত এই দম্পতির প্রেম, বিয়ে এবং একসঙ্গে বেড়ে ওঠার গল্প যেন সিনেমাকেও হার মানায়।