BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে আদালতের আদেশ ১৪৪ ধারা ভঙ্গ করে চার কেদারা বোর জমি দখলের অভিযোগ উঠেছে।বিগত ৩১/১২/২৪ খৃষ্টাব্দে বিজ্ঞ অতিরিক্ত সুনামগঞ্জ জেলা ম্যাজিষ্টেট আদালত দিরাই থানার কলিয়ারকাপন জেএল নং ১২৬ এর চার কেদারা জমির উপর ১৪৪ দ্বারা জারি করলে আদাতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক জমি দখলের অভিযোগ উঠে কলিয়ারকাপন গ্রামের মৃত ফখর উদ্দিন ছেলে এলাকার দাঙ্গাবাজ মোচ্ছাদ্দেক আহমেদও তার সংঘপাঙ্গদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ প্রায় ৪২ বছর যাবত মিজানুর রহমান ছোবা মিয়ার ভগ্নিপতির খরিদকৃত জায়গা তারা আবাদ করে আসছেন। পেশী শক্তির বলে মোছাদ্দেক আহমদ ও তার সাঙ্গোপাঙ্গরা এ জমি দখল করতে মরিয়া উঠেছে।