BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের ফরিদগঞ্জে বছরের প্রথম দিনে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই। এতে প্রায় ১৪ লক্ষ টাকা ক্ষতি সাদিত হয়েছে বলে যানান ক্ষতিগ্রস্ত পরিবার। একমাত্র আয়ের উৎস হিসাবে ছিল দোকান। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ঘটনাটি পহেলা জানুয়ারী সোমবার পৌর এলাকার পূর্ব সাফুয়া সাদেক ভ্যারাইটিজ স্টোর নামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সূত্র জানাযায়, প্রতিদিনের ন্যায়ে রাত ১১.৩০ মিনিটের সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকান মালিক রিয়াদ। আনুমানিক ৩ ঘটিকার সময় অগ্নিকা-ের ঘটনা শুনে ঘুম থেকে উঠে দেখে আগুন দাউ দাউ করে জ¦লছে। এসময় স্থানীয় লোকজনসহ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন আসার চেষ্ঠা করে। এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করা যায়নি।দোকানের মালিক মহিবুল ইসলাম রিয়াদ জানায়, গত রাত১১.৩০ মিনিটের সময় দোকান বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর বেপারি বাড়ির মৃত মাসুদের স্ত্রী দিলারা বেগমের ডাক চিৎকারে এসে রাত তিনটার সময় আমার দোকানে আগুন জ্বলছে। আমাদের প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। আমরা নিঃস্ব হয়ে গেছি।