BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তাপস শীল। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি যোগদান করেন। যোগদানের পর সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।বিসিএস প্রশাসন ক্যাডার থেকে তাপস শীল চাকরিতে যোগদান করেন। তিনি রাঙ্গামাটি, সুনামগঞ্জ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৩০ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।তাপস শীল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান। তার স্ত্রীও একজন সরকারি কর্মকর্তা। তিনি কৃষি অধিদপ্তরের অধীনে রাজধানীর খামার বাড়িতে কর্মরত আছেন। নতুন ইউএনও তাপস শীল বলেন, “হাজীগঞ্জ উপজেলায় যোগদান করে আমি অত্যন্ত আনন্দিত। আমি সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার উন্নয়ন ও সম্মৃদ্ধির জন্য কাজ করব। এজন্য সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”