BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
জুলুম-অত্যাচার ইসলামে একটি জঘন্য অপরাধ। এটি কেবলমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধেই নয়, বরং সমাজের সামগ্রিক শান্তি ও সম্প্রীতির বিরুদ্ধেও অপরাধ।জুলুমকারীদেরকে সকলেই ঘৃণা করে। কারণ তাদের অত্যাচারের ফলে পার্থিব জীবনে মানুষ লাঞ্ছিত হয় এবং পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হয়।আল্লাহ তায়ালা জুলুম-অত্যাচারের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি পবিত্র কুরআনে বলেছেন:“জালিমদের জন্য পরকালে কোনো দরদি বন্ধু থাকবে না এবং তাদের জন্য কোনো সুপারিশকারীও হবে না, যার কথা মান্য করা হবে।” (মুমিন, ১৮)“জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।” (হজ, ৭১)এই আয়াতগুলিতে আল্লাহ তায়ালা আমাদের একে অপরের উপর অত্যাচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। কারণ অত্যাচারীর জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন তার অত্যাচারের সমপরিমাণ নেকি অত্যাচারিত ব্যক্তিকে প্রদান করতে হবে। যার ফলে সে জাহান্নামে চলে যাবে।