BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর পঙক্তি— 'প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস/ তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ', যেন চৈত্রের এই সর্বনাশী রূপেরই প্রতিচিত্র। কিন্তু কেন চৈত্র মাস এত সর্বনাশা? কেনই বা ‘চৈতা পাগল’ বলে একটি বিশেষ শব্দবন্ধের প্রচলন হয়েছে বাংলায়?প্রেমের বসন্ত, বিরহের চৈত্রফাল্গুন মানেই বসন্তের মাতাল হাওয়া, কোকিলের ডাক, নতুন পাতার কোমল স্পর্শ, আর প্রেমের আবেশ। কিন্তু এক মাসের ব্যবধানেই সবকিছু যেন বদলে যায়। রঙিন বসন্তের রেশ কাটতে না কাটতেই চৈত্র আসে রুক্ষতা আর বিরহ নিয়ে। প্রেমের উন্মাদনা মিলিয়ে গিয়ে হৃদয়ে জমে ওঠে এক শূন্যতা।কবিগুরুর কবিতায় চৈত্রের আবহ পাওয়া যায় বারবার। 'বিরহ' কবিতায় তিনি চৈত্রের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন বিচ্ছেদের যন্ত্রণা— খেতের গন্ধ, খরতর রোদ, শুকনো পথ, দগ্ধ মাঠ, ক্লান্ত গ্রাম— সব মিলিয়ে তৈরি হয়েছে এক বিচ্ছেদের করুণ আবহ।