BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।রবিবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের একটি কক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোরদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।পরবর্তীতে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে উপাচার্য এ এফ এম আব্দুল মঈনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালির শুরু হয়ে প্রকৌশল অনুষদ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।র্যালি শেষে বঙ্গবন্ধুর পাদদেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, কর্মচারী সমিতি ইত্যাদি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিবসটি পালন করে।পরবর্তীতে প্রশাসনিক ভবনে ৪১১ নং কক্ষে অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ছাড়াও সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।