BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) দুপুরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মো. আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।অভিযানটি শহরের নাজিরপাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া ও তালতলা এলাকায় চালানো হয়। এতে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে জুবায়েদ হোসেন (১৯), মো. ইব্রাহিম গাজী (১৯), মো. সাহিদুল ইসলাম ওরফে রমজান (১৮), হাসিবুল হাসান ওরফে মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক ওরফে আপন (১৮), খালেক সাইফুল ওরফে জাহিদ (১৮), মো. আব্দুর রহমান ওরফে শাওন (১৯), সাকিবুল ইসলাম ওরফে মামুন (১৮), শেখ ফরিদ (২০) ও মো. সাফিন আহম্মেদ (১৮)– এই ১১ জনকে আটক করে থানায় নেওয়া হয়।