BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
পুরী থেকে কলকাতাগামী বাস সেতু থেকে পড়ে গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ধারণাওড়িশার জাজপুর জেলায় সোমবার রাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। পুরী থেকে কলকাতাগামী যাত্রীবাহী বাসটি স্থানীয় বারবাটি সেতু থেকে রাত ৯টার দিকে পড়ে যায়।প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে করে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।