BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৬৯ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান তানিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল হোসেন দিদার।গত ৩১ ডিসেম্বর রবিবার সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ হান্না রাহিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নবগঠিত কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমেদ, আতেফা লিয়া, জহির উদ্দীনসহ আরও ৫ জন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হৃদয়, হাসান অন্তর, আয়মান মূসাসহ আরও ৮ জন। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর সালাম অর্ণব, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল রাসেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াত উল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সামিয়া সুলতানা। এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।নবগঠিত কমিটির উদ্দেশ্য হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত নোয়াখালীর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। এই কমিটি শিক্ষার্থীদের শিক্ষা, কর্মসংস্থান, সাংস্কৃতিক উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে সহায়তা করবে।নবগঠিত কমিটি সকল নোয়াখালীর শিক্ষার্থীদেরকে এই কমিটির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। তারা আশা করে যে, এই কমিটি নোয়াখালীর শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।