BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভায় এ নির্দেশ দেন তিনি। নতুন সরকারের প্রথম এ সচিব সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা পালন করতে হবে। আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারকে সরকার পরিচালনার দলিল হিসেবে গ্রহণ করতে হবে। ২০৪১ সাল পর্যন্ত বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে হবে।সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় ও দিকনির্দেশনা দিয়েছেন। এ জন্য যতটুকু প্রয়োজন শক্ত পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।এছাড়াও, প্রধানমন্ত্রী নিম্নলিখিত বিষয়গুলিতে জোর দিয়েছেন:জনগণের সেবায় নিবেদিতপ্রাণ হতে হবে। দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হবে। দেশের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সচিবরা আশ্বস্ততা দিয়েছেন।