BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষেরদ মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক। আহতরা বর্তমানে হরিপুর ও ঠাকুরগাঁও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মাঝে মাঝে টহল দিচ্ছেন সেনাবাহিনীর। শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার আটঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বলবদ রেখেছে উপজেলা প্রশাসন। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুরের গেদুরা ইউনিয়নে চার বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে আটঘরিয়া গ্রামের মাহতাব গংয়ের সঙ্গে বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে।