BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা, যিনি আড়াই বছরেরও বেশি সময় ধরে এই পদে রয়েছেন, নানা বিতর্কের কেন্দ্রে। তার বিরুদ্ধে অফিসের রেস্টরুমকে বাসভবনের মতো ব্যবহার করার অভিযোগ রয়েছে, যেখানে তিনি সরকারি তহবিল থেকে মাসে ২৪,৪৪৭ টাকা ভাড়া পাচ্ছেন। ৩০ মাসে ৭ লাখ ৩৩ হাজার ৪১০ টাকা ভাড়া পেলেও তিনি অফিসের রেস্টরুমে অবস্থান করছেন এবং দাবি করেছেন যে, তিনি রোজ ১০০ টাকা সরকারি চালানে জমা দিচ্ছেন, তবে তার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।গোলাম মাওলার বিরুদ্ধে শুধু এ এক অনিয়ম নয়, বরং বদলি ও পদায়নের নামে শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ উঠেছে যে, তিনি সিন্ডিকেট গড়ে তুলে শিক্ষকদের দুর্ভোগের কারণ হয়েছেন। তার অফিসের প্রধান সহকারী নজরুল ইসলামও এই দুর্নীতিতে পিছিয়ে নেই। গোলাম মাওলা ২০২২ সালের ১১ এপ্রিল হবিগঞ্জে যোগ দেন এবং যোগদানের পর থেকেই শিক্ষকদের বদলি, সংযুক্তি ও প্রতিস্থাপনকে বাণিজ্যে পরিণত করেছেন।