BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এবার পৌঁছে গেছে হলিউড হিলসে। গতকাল বুধবার সন্ধ্যায় এই অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।মৃত্যু ও ধ্বংসযজ্ঞ:দাবানলের কারণে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংস হয়ে গেছে শত শত ঘরবাড়ি। মঙ্গলবার শুরু হওয়া এই দাবানল ইতোমধ্যে কয়েক হাজার একর জায়গা গ্রাস করেছে। প্রবল ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।