BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হংকংয়ের ইতিহাসের এক রহস্যময় অধ্যায়ের নাম কাউলং। এটি একসময় ছিল একটি সামরিক দুর্গ, কিন্তু পরবর্তীতে তা রূপ নেয় অপরাধীদের স্বর্গে। ১৮৯৮ সালে হংকং ইজারা নেওয়ার পর এই দুর্গটি পরিণত হয় একধরনের ছিটমহলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলের পর থেকে এর জনসংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। ১৯৫০ থেকে ১৯৭০-এর দশকে সংঘবদ্ধ অপরাধীদের দখলে চলে যায় এই শহর, যা পরবর্তীতে হংকং প্রশাসন ১৯৮৭ সালে ধ্বংসের সিদ্ধান্ত নেয়। উচ্ছেদ প্রক্রিয়া শেষে সেখানে গড়ে ওঠে একটি সুন্দর উদ্যান, যেখানে এখনো কিছু ধ্বংসাবশেষ অতীতের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে।এই ঐতিহাসিক এবং রহস্যময় শহরের গল্প নিয়েই নির্মিত হয়েছে আলোচিত সিনেমা 'টোয়াইলাইট অব দ্য ওয়ারিয়র্স: ওয়ালড ইন'। এটি নির্মাণ করেছেন হংকংয়ের বিখ্যাত পরিচালক সোই ছেং, যিনি মার্শাল আর্ট অ্যাকশন সিনেমার জন্য পরিচিত। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবে, যেখানে এটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। পরে হংকং থেকে অস্কারের জন্য মনোনীত হলেও চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেনি।