BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
'আজ মিমহীন আরেকটি চূড়ান্ত পরীক্ষা শেষ হলো ! তার জন্য বরাদ্দকৃত খাতাটি পড়ে রইলো শেষ অব্দি! যতক্ষণ ডিউটি দিচ্ছি, নিশপাপ সেই মুখটি বারবার মনে ভেসে উঠছে। আল্লাহ মিমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত করুন।' নিহত পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিমের স্মৃতিচারণে নিজের ফেসবুক ওয়ালে কথাটি লিখেছেন তারই ( মিম) শিক্ষক মোঃ আইয়ুব আলী । গত ৩০ অক্টোবরে বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হয় পরিসংখ্যান বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম। এর একদিন আগে অর্থাৎ ২৯ অক্টোবর থেকে শুরু হয় তার প্রথমবর্ষের চূড়ান্ত পরীক্ষা। প্রথমটিতে অংশগ্রহণ করতে পারলেও দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি তিনি। ঘাতক বাস তার আগেই প্রাণ কেড়ে নেয়। আজ মঙ্গলবারে (১২ নভেম্বর) মায়েশা মিমের দ্বিতীয় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে । দ্বিতীয় পরীক্ষার কোর্স ছিলো 'হিস্ট্রি অব দ্য ইমার্জেন্স অফ ইনডিপেনডেন্ট বাংলাদেশ'। আগের মতই ছিলো ফওজিয়া মিমের পরীক্ষার আসন বরাদ্দ তবে সে ছিলো না। রয়েছে তার শূন্যতা। কক্ষে তার স্থানে আসনটি খালি অবস্থায় ছিলো,যেখান তার স্মৃতিতে একটি ফুলের তোড়া ও বরাদ্দকৃত পরীক্ষার উত্তরপত্র ছিলো। ফুলের তোড়ায় লেখা ছিলো "মৃত্যু তোমায় কেড়ে নিতে পারে কিন্তু স্মৃতিতে তুমি চিরকাল অমর থাকবে।" সহপাঠি ও শিক্ষকেরা এমন শূন্যতার আসন খালি দেখে বারবার তাকে স্মরণ করে ভেঙে পড়েন ।