BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মেহরাব ইসলাম মুন্না: ভয়াবহ ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে চাঁদপুর ফরিদগঞ্জের ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।বন্যা পরবর্তী সময়ের বিভিন্ন রোগবালাইয়ের বিষয়টি বিবেচনা করে সংগঠনটি এমন মহতি উদ্যোগ নেন।চাঁদপুর জেলার সু-যোগ্য সিভিল সার্জন ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতায় নিরাপদ সড়ক চাই আন্দোলন চাঁদপুর সদর উপজেলা ও পৌর কমিটির সার্বিক তত্ত্বাবধানে বন্যা পরবর্তী সময়ের জন্য এই মহতি উদ্যোগটি নেওয়া হয়েছে। এতে প্রাথমিক চিকিৎসা স্বরূপ জ্বর, সর্দি, কাশি, আমাশয়, খোষ পাঁড়া ও চুলকানির ঔষধ সহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।সরাসরি উপস্থিত থেকে এই টিমকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক মোসাম্মৎ মোবাশ্বেরা বেগম, উক্ত বিদ্যালয় এর সরকারি শিক্ষক শামসুল আলম।