BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রাথমিক স্কুল পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রশির গোলপোস্ট ব্যবহার করে খেলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধারা।গত রবিবার (৯ জুন) পৌর শহরের ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মাঠের দুই পাশে রশি দিয়ে তৈরি করা হয়েছিল গোলপোস্ট। গোলপোস্টের পেছনে ছিল না কোন নেট, মাঠে ছিল না কোন ফ্লাগ বা কোন সাজসজ্জা।এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেছেন, "বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট একটি জাতীয় খেলা, এটিকে ছোট করা যাবে না। এটির আয়োজন জাকজমকপূর্ণ হওয়া উচিত। যদি কেউ এটিকে অবহেলা করে বা ছোট করে দেখে, তাহলে তা ক্ষম্যযোগ্য নয়।"